Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেন্ডার না হতেই চলছে ভিত্তি প্রস্তর উদ্বোধন

খোরশেদ আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১০:৫৮ AM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১০:৫৮ AM

bdmorning Image Preview


শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণের জন্য চুড়ান্ত তালিকা প্রকাশ হয়। তবে এখন পর্যন্ত ভবন নির্মাণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ হয়নি। ঠিকাদার নিয়োগ না হলেও এসব শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের উদ্দেশে ভিত্তি প্রস্তর উদ্বোধন করে যাচ্ছেন ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৩ অক্টোবর) নেকমরদ পীর নাছেরিয়া আলিম মাদ্রাসার ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর করেন তিনি। এর আগে ২ অক্টোবর কিসমত সিন্দাগড় উচ্চ বিদ্যালয়ে ৪তলা ভবন, ১ অক্টোবর নেকমরদ কুসুম উদ্দীন উর্ধমুখী ভবন সম্প্রসারণ ও সিডি উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবন এবং গত ২৯ সেপ্টেম্বর ভন্ডগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এসব প্রতিষ্ঠানে ভবন নির্মাণে ঠিকাদার নির্বাচন তো দূরের কথা, প্রাক্কলন তৈরি বা দরপত্র আহ্বানের মতো প্রাথমিক কাজগুলোও এখনো সম্পন্ন হয়নি। 

এ বিষয়ে সংসদ সদস্য ইয়াসিন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

এছাড়াও বিভিন্ন ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত থাকছেন উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ এবং পঞ্চগড়-ঠাকুরগাও শিক্ষা প্রকৌশলীর উপ-সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান।

এসব ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানের অর্থনৈতিক ব্যয় করছেন সংশ্লিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান।

এ বিষয়ে গতকাল বুধবার বিকালে মুঠোফোনে ভন্ডগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল আলমের নিকট ভিত্তি প্রস্তর উদ্বোধন খরচ কে ব্যয় করেছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের মোট বিশ হাজার টাকা খরচে এ অনুষ্ঠান করা হয়েছে।’

একইভাবে সিডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, উদ্বোধনী অনুষ্ঠান করতে ৪০ হাজার টাকা শিক্ষা প্রতিষ্ঠানের খরচ হয়েছে। এভাবে উদ্বোধনকৃত প্রত্যেক প্রতিষ্ঠানের মোটা অংকের টাকা খরচ হচ্ছে এ ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে।   

শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলায় ৬টি প্রতিষ্ঠানে ৪তলা ভবন, ৫টি সম্প্রসারণ, ৩টি মাদ্রাসা রাজস্ব তহবিলের ১তলা ভবন ৩টি, কেন্দ্রীয় স্কুলের ১টি ভবন প্রক্রিয়াধীন রয়েছে।

পঞ্চগড়–ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী মিহাজুল হক জানান, ‘শিক্ষা মন্ত্রনালয় থেকে এ গুলোর অনুমোদিত তালিকা এসেছে। প্রাক্কলন তৈরি প্রক্রিয়াধীন সম্পন্ন হলেই টেন্ডার আহ্বান করা হবে।’ সকল প্রক্রিয়া সম্পন্ন না হতেই উদ্বোধনের বিষয়টি যৌক্তিক কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা এমপি সাহেব করছে। আমাদের মত থাকা আর না থাকা এটা বিষয় নয়, তবে বিষয়টি অযৌক্তিক।’

শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নাহার ট্রের্ডাসের সত্তাধিকারী মোস্তাফিজুর রহমান বলেন, ‘মূলত এ উদ্বোধনগুলো তিনি করছেন জনগণের জনপ্রিয়তা অর্জনের জন্য। ঠিকাদার নিয়োগ না হতেই এর আগে এ রকম উদ্বোধন কোন এমপি করেননি। ভোটের আগেই শুধু শুধু এটা উদ্বোধন করছেন।’  

Bootstrap Image Preview