Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উন্নয়ন মেলা উপলক্ষে দেবহাটায় মতবিনিময় সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৮:৪৪ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৮:৪৪ PM

bdmorning Image Preview


দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় সাংবাদিকদের সাথে উন্নয়ন মেলা উপলক্ষে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ।

বুধবার (৩ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে সরকারের সাফল্য তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে উন্নয়ন মেলার প্রস্তুতি বিষয়ে মতবিনিময় সভাটি করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সহ-সভাপতি রশীদুল আলম রশীদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ৪ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত তিনদিন সারা দেশের ন্যায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হবে। এবার মেলায় উপজেলার সকল দফতর, তথ্য সেবা, কলেজ, স্কুল, মাদরাসা, ফায়ার সার্ভিস, ইন্সুরেন্স, মেডিকেল সহ ৫২ স্টল বসবে। আর এসব স্টলের মাধ্যমে সাধারণ মানুষেরা সরকারের সকল সেবার ধারণা অর্জন করতে পারবে এবং সেবা গ্রহণ করবে।

তা ছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে বিভিন্ন ধরনের ভিডিওচিত্র প্রদর্শন, লিফলেট, ফেস্টুন, ব্যানারসহ সর্বাক্ষণিক তথ্য সেবা প্রদান করা হবে।

এ ছাড়া মেলা উপলক্ষে উপজেলা মুক্তমঞ্চে আলোচনাসভা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা ও হারানো দিনের নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, নাচ, গান, কৌতুক ও অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবে। তা ছাড়া ৬ তারিখ শনিবার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ মেলার সমাপ্ত হবে।

এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, সাতক্ষীরা টুডে'র সম্পাদক আবু হুরায়রা, সময়বার্তার নির্বাহী সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, নির্বাহী সদস্য, আজিজুল হক আরিফ, এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, আরকে বাপ্পা, কেএম রেজাউল করিম, দিপঙ্কর বিশ্বাস, সুজন ঘোষ, আরাফাত হোসেন লিটন, রাজু আহম্মেদ, সুজন বাবু, লিটন ঘোষ বাপিসহ দেবহাটার কর্মরত সাংবাদিকবৃন্দ।

Bootstrap Image Preview