Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ সবুজায়ন ও পরিচ্ছন্ন জ্বালানী অর্জনে অঙ্গীকারাবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৭:২৯ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৭:২৯ PM

bdmorning Image Preview
আইএসএ সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি


বাংলাদেশ সবুজায়ন ও পরিচ্ছন্ন জ্বালানী শক্তি অর্জন এবং ব্যবহারে বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি।

তিনি আজ (৩ অক্টোবর) ভারতে অনুষ্ঠিত প্রথম International Solar Alliance (ISA) সম্মেলনে এ কথা বলেন। টেকসই সৌরশক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে সম্মেলনটির আয়োজন করা হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সবুজায়ন ও পরিচ্ছন্ন জ্বালানী শক্তি অর্জনের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। আমরা এখন সৌরশক্তি ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করছি।

মন্ত্রী আইএসএ'র সদস্য দেশগুলোর মধ্যে কম খরচে সৌরপ্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নির্ভরযোগ্য সৌরশক্তি ব্যবহারের জন্যে পরস্পরের মধ্যে কাজ করার আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ২ থেকে ৪ অক্টোবর থেকে সরকারি সফরে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। ২ অক্টোবর তিনি নতুন দিল্লিতে আসেন এবং আন্তর্জাতিক সৌর জোটের প্রথম সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে এবং দ্বিতীয় আইওআরএ (Renewable Energy Ministerial Meeting) পুনর্নবীকরণযোগ্য জ্বালানী মন্ত্রী পর্যায়ের সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুয়েরেসের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে আইএসএ সদস্য দেশগুলির প্রতিনিধিরা অংশ নেন।

Bootstrap Image Preview