Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বসতভিটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৬:৩২ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৬:৩২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর চিরিরবন্দরে জোরপূর্বক বসতবাড়ির ভিটেতে ঘর নির্মাণকে কেন্দ্র করে আশুচন্দ্র রায (৪৫) নামক এক ব্যাক্তিকে হত্যা করেছে দখলবাজ বাহিনী। এ ঘটনায় নিহতের পরিবারের মহিলাসহ ৫ জন আহত হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার উত্তর সুখদেবপুর মাছুয়াপাড়া বিন্যাকুড়ি বাজারের আশুচন্দ্র রায়ের বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আশুচন্দ্র রায় উপজেলার বিন্যাকুড়ি বাজার সংলগ্ন মাছুয়াপাড়া গ্রামের গঙ্গাপ্রসাদ রায়ের ছেলে।

আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত তিন মহিলাসহ ৬ জনকে আটক করেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে আশুচন্দ্র রায় বিন্যাকুড়ি বাজরের মাছুয়া পাড়ায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। ইসুবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই গ্রামের বাদশা চন্দ্র রায়ের নামে একটি টিনের ঘর বরাদ্দ করে। ইউপি চেয়ারম্যানের নির্দেশে আশুচন্দ্র রায়ের ভিটায় ৬০/৭০ জন একত্রিত হয়ে সেই টিনের ঘরটি নির্মাণের জন্য যায়।

আশুচন্দ্র রায়সহ তার পরিবারের সদস্যরা বাদশা চন্দ্র রায়ের বরাদ্দ করা টিনের ঘর নির্মাণে বাধা প্রদান করায় একই গ্রামের বুধা চন্দ্র রায়ের তিন ছেলে লেবু চন্দ্র রায়, মধু চন্দ্র রায়, সাধু চন্দ্র রায, মানটু চন্দ্র রায়ের দুই ছেলে বাদশা চন্দ্র রায়, ডিপজল চন্দ্র রায়, অতুল চন্দ্র রায়ের দুই ছেলে আপন চন্দ্র রায়, তপন চন্দ্র রায়, একই এলাকার মুনছুর আলী, দালাল রমজান আলী ও ফারুক হোসেনসহ লাঠিয়াল বাহিনী আশু চন্দ্রের উপর হামলা চালিয়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় এলাকাবাসী উদ্ধার  করে এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল নেয়ার পথে সে মারা যায়।

চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আপন চন্দ্র রায়, সাধু চন্দ্র রায়, বুধা চন্দ্র রায়, লেবু চন্দ্র রায়ের স্ত্রী লক্ষী রানী, সাধু চন্দ্র রায়ের স্ত্রী রত্না রানী ও হরেন চন্দ্র রায়ের স্ত্রী পুস্পরানীকে আটক করেছে। এ ব্যাপারে থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Bootstrap Image Preview