Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৬:৩২ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৬:৩২ PM

bdmorning Image Preview


দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দেবীগঞ্জ ইপিজেড এলাকায় ফতেজংপুর হাইওয়ে পুলিশের মোটরসাইকেলের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে। 

আজ বুধবার দুপুর আনুমানিক ১.০০টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী দুপুর হতে এ রির্পোট লেখা পর্যন্ত দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছেন এবং তারা টায়ার জ্বালিয়ে রাস্তার উপর গাছের গুড়ি ফেলে বিক্ষোভ প্রকাশ করছেন। 

আহত দুই জন হলেন, চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের রিয়াজউদ্দীন (৬৫), পিতা-মৃত জিয়ারউদ্দীন। অপরজন বীরগঞ্জ উপজেলার পলাশ বাড়ি ইউনিয়নের আলামিন হোসেন (২৫), পিতা- আমিনুল ইসলাম। আহত দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহত দুজনকেই সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করতে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী ও চিরিরবন্দর থানা পুলিশ,দশমাইল হাইওয়ে পুলিশ অবস্থান করছেন।



 

Bootstrap Image Preview