Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমার ফেসুবক নাই, ব্যবহারও করি না: শেখ হাসিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৬:০৬ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৬:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ফেসুবক নাই। আমি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহারও করি না।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। জাতিসংঘের ৭৩তম সম্মেলনের যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সফরকালে প্রধানমন্ত্রীর বেশকিছু প্রাপ্তিসহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক ও তার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সিনিয়র সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর তার প্রশ্নে বলেন, ‘বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস ফেসবুকে দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন। ওই পোস্ট নিয়ে চরম নোংড়ামির কারণে তিনি পোস্টটি তুলে নিতে বাধ্য হয়েছেন।’

এই প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি দেখেননি বলে জানান। তিনি বলেন, ‘আমি বিদেশে ছিলাম। এটা আমি দেখি নাই। আমার ফেসুবক নাই। ব্যবহারও করি না। কেউ কিছু আমাকে পাঠালে তা দেখি।’

উল্লেখ্য, শেখ হাসিনা গত ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালজুলেইদ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা সভায়ও যোগ দেন।

প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট, সাইবার নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং বৈশ্বিক মাদকদ্রব্য সমস্যা নিয়ে কয়েকটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।

Bootstrap Image Preview