Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় স্কুল মাঠ দখলের চেষ্টা আহত ২

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৫:০৭ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৫:০৭ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব মধ্য গড্ডিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সইদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার বাধা দিতে গিয়ে সইদুল ইসলামের লোকজনের হামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ২ জন শিক্ষক আহত হয়েছে।

আজ বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। 

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, দুপুরে হঠাৎ করে স্থানীয় সহির উদ্দিনের পুত্র সইদুল ইসলাম ও তার লোকজন বিদ্যালয় মাঠ নিজের জমি দাবি করে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তাদের হামলায় আমি ও সহকারী শিক্ষক মোকছুদার রহমানসহ কয়েকজন শিক্ষর্থী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে সইদুল ইসলাম বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষকরা তাদের উপর হামলা করেছে। 

ওই বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত শিক্ষকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। 

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, বিদ্যালয়ের মাঠ দখলের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Bootstrap Image Preview