Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাভারে ট্যানারি কারখানায় আগুন, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০১:০০ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৩:২২ PM

bdmorning Image Preview


ঢাকার সাভারে চামড়া শিল্পনগরীর ‘দি কুমিল্লা ট্যানারি’ নামে একটি কারখানায় আগুিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। 

বুধবার ভোরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক চামড়া শিল্পনগরী ‘দি কুমিল্লা ট্যানারি’তে এ অগ্নিকাণ্ড ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহাম্মেদ জানান, ভোর আনুমানিক পৌনে ৫টার দিকে দি কুমিল্লা ট্যানারির তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ওই কারখানার চামড়া প্রস্তুতকরণের তিনটি মেশিন ও চামড়া পুড়ে গেছে।

প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

এ বিষয়ে কুমিল্লা ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান বলেন, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে তাদের প্রতিষ্ঠানের প্রায় পাঁচ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

Bootstrap Image Preview