Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে ১৭৪টি মন্ডপে চলছে দূর্গা পূজার আয়োজন

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ১২:১১ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ১২:১৫ PM

bdmorning Image Preview


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। এ পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকের কাঠি বাজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর তাই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে দূর্গা পূজার প্রস্তুতি, যার কমতি নেই ঝালকাঠি জেলা জুড়ে।  

আগামী রবিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বেলতলায় দেবীর বোধন'র মধ্য দিয়ে শুরু হবে ৫ দিন ব্যাপী এ মহাশক্তির মহাপূজা দূর্গাউৎসব।

পূজা মন্ডপগুলোতে এগিয়ে চলছে প্রতিমা তৈরীর কাজ। একই সাথে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা। তাদের নিপুন হাতের ছোঁয়ায় মৃম্ময়ী প্রতিমা ধীরে ধীরে চিন্ময়ী মাতৃরূপ ধারণ করছে। 

এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কর্মকার বলেন, জেলা সদরে ১১টি সহ জেলায় মোট ১৭৪টি পূঁজা মন্ডপ স্থাপিত হচ্ছে। এর মধ্যে ১৬১টি সার্বজনীন এবং ১৩টি পারিবারিক পূজা মন্ডপ রয়েছে। জেলা কমিটির পক্ষ থেকে উপজেলা কমিটির সাথে সমন্বয় করে পূজার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস পাওয়া গেছে।

জেলা সদরস্থ ঘোষাল রাজাদের প্রতিষ্ঠিত প্রায় আড়াইশ বছরের পূরানো কেন্দ্রীয় কালী বাড়ী মন্দিরের দূর্গা পূজা এ বছর একশ বছরে পা দিয়েছে। এ উপলক্ষ্যে প্রতিমা ও আলোক সজ্জাসহ সার্বিকভাবে জমকালো আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview