Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় উন্নয়ন মেলার সব প্রস্তুতি সম্পন্ন, উদ্বোধন আগামীকাল

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ১১:৫৫ AM

bdmorning Image Preview


সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম সর্বস্তরের জনগণের মাঝে তুলে ধরতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে এ মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। 

‘উন্নয়নের অভিযাত্রায়-অদম্য বাংলাদেশ’ এই শ্লেগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ১০ বছরের অর্থনৈতিক ও সামাজিক অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রচারের লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশসন আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত থেকে ৩ দিনব্যাপী এ উন্নয়ন মেলার আয়োজন করবে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওইদিন সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কুজেন্দ্রলাল ত্রিপুরা, সংসদ সদস্য ২৯৮ নং খাগড়াছড়ি পার্বত্য জেলা ও চেয়ারম্যান ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন। মেলার সমাপনী দিনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন, কংজরী চৌধুরী, চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ। 

উদ্বোধনের পরপরই এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মাটিরাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক  প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহণে এ বর্ণাঢ্য শোভাযাত্রাটি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

সর্বমোট ৬২ টি স্টল নিয়ে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডগুলো প্রদর্শন করা হবে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, মেলার মাঠ প্রতিদিনিই সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। 

তিনি আরো বলেন, মেলার উদ্বোধনের পরপরই শোভাযাত্রা শেষে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি  শিক্ষক,সাংবাদিকদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এদিন বিকালে বর্তমান সরকারের উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা ও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করা হবে। একইদিনে সন্ধ্যায় মেলা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

মেলার দ্বিতীয় দিন সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ক্যুইজ, রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা। 'শিক্ষিত জাতি সম্বৃদ্ধ দেশ-শেখ হাসিনার বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বেলা ১২টার সময়। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

কৃষি ও কৃষক উন্নয়নের হাতিয়ার শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী হবে মেলার তৃতীয় ও সমাপনী দিন বেলা ১১টার দিকে। জলবায়ু ঝুকি মোকাবেলায় স্থানীয় প্রযুক্তির ভুমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে বিকাল ৩টার সময়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওইদিন সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরপরই এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ বর্ণাঢ্য শোভাযাত্রাটি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে মেলা প্রাঙনে গিয়ে শেষ হবে।

মেলাকে সুষ্ঠু ভাবে শেষ করতে সকলের সহযোগীতা কামনা করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন,৬২ টি স্টল নিয়ে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকান্ডগুলো প্রদর্শন করা হবে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, মেলা মাঠ প্রতিদিনিই সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে।

তিনি বলেন, মেলার উদ্বোধনের পরপরই শোভাযাত্রা শেষে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি ও শিক্ষক-সাংবাদিকদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষব আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এদিন বিকালে বর্তমান সরকারের উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা ও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন নিয়ে আরোকচিত্র প্রদর্শনী করা হবে। একইদিন সন্ধ্যায় মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

মেলার দ্বিতীয় দিন সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ক্যুইজ, রজনা প্রতিযোগিতা ও উন্নয়ত বিতর্ক প্রতিযোগিতা। শিক্ষিত জাতি সম্বৃদ্ধ দেশ-শেখ হাসিনার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বেলা ১২টার সময়। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

কৃষি ও কৃষক উন্নয়নের হাতিয়ার শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী হবে মেলার তৃতীয় ও সমাপনী দিন বেরা ১১টার দিকে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় প্রযুক্তির ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে বিকাল ৩টার সময়।

মেলার তৃতীয় দিন সন্ধ্যা ৬টার সময় মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। 

Bootstrap Image Preview