Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় ওসির সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৭:৫৭ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৭:৫৭ PM

bdmorning Image Preview


দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সাতক্ষীরার দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী।

মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১০টায় দেবহাটা থানা হলরুমে উপজেলার ২১টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এ মতবিনিময় সভা করা হয়।

সভায় বক্তব্য রাখেন- দেবহাটা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, তদন্ত অফিসার উজ্জল মৈত্র, দেবহাটা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল।

এ সময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষ্যে প্রতিটি মন্ডপে ব্যাপক নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ ও আনসার বাহিনির সদস্যরা। তা ছাড়া গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা টহলে থেকে কড়া নজর রাখবেন মন্ডপ ও মন্ডপের আশেপাশের রাস্তায়, পূজার বাজারগুলোতে।

কোন প্রকার বিশৃঙ্খলা ঘটাতে না পারে সে ব্যাপার পুলিশ কঠোর নিরাপত্তা দেবে। সকল পূজা কমিটির সদস্যদের শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করেতে সকলের সহযোগিতা কামানা করেন তিনি।

Bootstrap Image Preview