Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেরিডিয়ানে অনুষ্ঠিত হচ্ছে ‘মেরিটাইম সম্মেলন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৬:২৪ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৭:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশের নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভারতের গেটওয়ে মিডিয়া প্রাইভেট লিমিটেড ও শ্রীলঙ্কার কলম্বো ইন্টারন্যাশনাল মেরিটাইম কনফারেন্স ইভেন্টসের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাউথ এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিসটিকস ফোরাম’ এর দ্বিতীয় সম্মেলন।

রাজধানীর লা-মেরিডিয়ানে ৯ ও ১০ অক্টোবর এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

এবারের এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিসটিক সম্মেলনে প্রায় ৩৭ দেশের সরকার এবং সামুদ্রিক নৌ চলাচল ও বাণিজ্য খাতের প্রতিনিধিদের অংশগ্রহনণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র বিডিমর্নিংকে নিশ্চিত করেন। ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে সাউথ এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিসটিকস ফোরামের প্রথম সম্মেলন হয়।

সূত্র আরো জানায়, অনুষ্ঠানটি মধ্যদিয়ে দিয়ে দেশের মেরিটাইম ও লজিস্টিকস খাতের শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে এ খাতের অবস্থা ও ট্রেড সম্পর্কে জানতে পারবেন।

দুই দিনব্যাপী এ সম্মেলনের প্রথম দিন আগামী ৯ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ।

আন্তর্জাতিক এই সম্মেলন সামনে রেখে যে কমিটি গঠন করা হয়েছে তারা ইতোমধ্যেই অনেকটা প্রস্তুতি সম্পন্ন করেছে বলে বিডিমর্নিংকে জানিয়েছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলানাথ দে।

Bootstrap Image Preview