Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাটের পলিথিন তৈরিতে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০২:২৫ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০২:২৫ PM

bdmorning Image Preview


বাণিজ্যিকভাবে পাট থেকে পরিবেশবান্ধব ‘সোনালি ব্যাগ’ পলিথিন তৈরিতে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)।

মঙ্গলবার সচিবালয়ে বিজেএমসির সচিব এ কে এম তারেক ও যুক্তরাজ্যের ফুটামুরা কেমিক্যাল কোম্পানির জেনারেল ম্যানেজার গ্রিমি কোলহার্ড সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশি বিজ্ঞানীর আবিস্কৃত পলিথিনের বিকল্প সোনালী ব্যাগ উৎপাদনে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান সব ধরনের মেশিনারিজ সহযোগিতা দেবে।

আগামী ৬ থেকে ৯ মাসের মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে যাবে বিজেএমসি। প্রথমদিকে স্বাভাবিক পলিথিনের তুলনায় এই পলিথিনের ব্যাগের দাম কিছুটা বেশি হবে। তবে উৎপাদন বাড়লে দামের সমন্বয় হয়ে যাবে।

মির্জা আজম জানান, পাট থেকে তৈরি এই পলিথিন ব্যাগের নাম হবে ‘সোনালী ব্যাগ’। এটি মাননীয় প্রধানমন্ত্রীর নিজের পছন্দের করা নাম। সারা বিশ্বে এই নামেই পরিচিত হবে পাটের তৈরি পলিথিনের ব্যাগ।

বর্তমানে পাট দিয়ে ২৮৫ ধরনের পণ্য উৎপাদন করা হচ্ছে জানিয়ে পাট প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্যিকভাবে পাটের পলিব্যাগ উৎপাদন শুরু হলে আমাদের দেশের সব পাট দিয়ে বিশ্বের চাহিদার মাত্র ২০ শতাংশ উৎপাদন করতে পারবো। এতে পাটের চাহিদা বেড়ে যাবে এবং কৃষক দাম পাবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাজারে সোনালী ব্যাগের চাহিদা ব্যাপক হবে। আমরা যদি প্রতিদিন ৫০০ টন সোনালী ব্যাগ উৎপাদন করতে পারি তাহলে ৫০০ টনই বাজারজাত করা সম্ভব।

পাট থেকে পলিথিন তৈরির উদ্ভাবক মোবারক হোসেন বলেন, এই সোনালী ব্যাগ পরিবেশবান্ধব এবং পুনরায় উৎপাদনে সক্ষম।

Bootstrap Image Preview