Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩ দিনের মাথায় ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১২:৪০ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১২:৫৮ PM

bdmorning Image Preview


আগের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে ইন্দোনেশিয়া ফের ধারাবাহিক ভূমিকম্প অনুভুত হয়ছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফ্লোরেসের কাছে ৫ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পটি অনুভুত হয়েছে।

মঙ্গলবার ফ্লোরেসের এনদে শহর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, প্রথমে দেশটির সুম্বা দ্বীপের ৪০ কিলোমিটারের মধ্যে অনুভূত হয় কম্পন। মাত্রা ছিল ৫.৯। এর ১৫ মিনিট পরই আবারও কেঁপে ওঠে সুম্বা। দ্বিতীয় কম্পনে মাত্রা ছিল ৬.০।

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, সুম্বা দ্বীপে প্রায় সাড়ে সাত লাখ মানুষ বসবাস করে। ভূমিকম্পের সময় আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসে মানুষজন। ভূগর্ভের ৩০ কিলোমিটার অভ্যন্তরে প্রথম এই কম্পন অনুভূত হয়।

মঙ্গলবারের দুই কম্পনে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে ২৮ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর ফলে সৃষ্ট সুনামির কারণে উপকূলের কিছু জায়গায় ২০ ফুট উচ্চতার বিশাল ঢেউ আছড়ে পড়ে। অনেক ভবন ধসে গেছে এবং উদ্ধারকারীরা হতাহতদের সন্ধানে এখনো কাজ করে যাচ্ছেন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সুলাওয়েসি দ্বীপে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৮৪৪ জনে দাঁড়িয়েছে। সেই সাথে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার বাসিন্দা। নিহতদের গণকবরে দাফন করা হচ্ছে।

 
Bootstrap Image Preview