Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজালালে এসআইয়ের পকেটে মিলল ৩ স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১০:৪১ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ১০:৪১ PM

bdmorning Image Preview


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি স্বর্ণের বারসহ ইমিগ্রেশন পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনটি স্বর্ণের বারসহ ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলামকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। তিনি শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশে কর্মরত।

বিমানবন্দর সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের দ্বিতীয়তলার ৬ নম্বর গেট দিয়ে বের হচ্ছিলেন এসআই কামরুল । গোপন সংবাদের ভিত্তিতে এ সময় তাকে চ্যালেঞ্জ করে কাস্টমস হাউজের কর্মকর্তারা। একপর্যায়ে তার প্যান্টের পকেট থেকে প্রতিটি ১০ তোলা ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করে গোয়েন্দারা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আজম মিয়া বলেন, ‘ ঘটনা জানা গেছে। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview