Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বোয়ালমারীতে ইয়াবাসহ ইউপি মেম্বার আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৮:১০ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৮:১০ PM

bdmorning Image Preview


ফরিদপুর জেলার বোয়ালমারী হতে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী টুটুল মেম্বারকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কর্তৃক। টুটুল উপজেলার চতুল গ্রামের হাজী আব্দুর রব মোল্যার ছেলে।

র‌্যাব-৮ জানায়, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে আজ সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে জেলার বোয়ালমারী থানাধীন চতুল গ্রামে অভিযান চালিয়ে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মোঃ একলাছ উদ্দিন মোল্লা ওরফে টুটুল মেম্বারকে ১১০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে।

আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় ৬টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ বোয়ালমারী এলাকায় অবৈধভাবে ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হলে সে ভারতে পালিয়ে যায়। অতি সম্প্রতি সে এলাকায় এসে আবারো মাদক ব্যবসা শুরু করে।

কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানাধীন চতুল গ্রামে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি হতে ১১০ পিস ইয়াবা ও ইয়াবা খাওয়ার বিপুল পরিমাণ উপকরণসহ তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়ে। এ সংক্রান্তে বোয়ালমারী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Bootstrap Image Preview