Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চ্যালেঞ্জ করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আটক করলো গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৮:০৬ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৮:০৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১ লক্ষ ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সিগারেটগুলো Easy, Dunhill এবং Benson ব্রান্ডের।

গতকাল রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সিগারেট আটক করা হয়।

কুয়েত থেকে ছেড়ে আসা KU 283 ফ্লাইটটি দিবাগত রাত ২ টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারে যে উক্ত ফ্লাইটে বিপুল পরিমাণ সিগারেট আসবে। এ প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা দল ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে।

কুয়েত ফ্লাইটের জন্য নির্ধারিত ৪নং ব্যাগেজ বেল্ট হতে ব্যাগ সংগ্রহ করে জনৈক যাত্রী গ্রীন চ্যানেলের দিকে যাওয়ার প্রাক্কালে শুল্ক গোয়েন্দা দল তাকে চ্যালেঞ্জ করে তার পাসপোর্ট দেখতে চায়। পরবর্তীতে যাত্রী তার পাসপোর্ট রেখেই ভীড়ের মধ্যে পালিয়ে যায়।

এছাড়া ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় আরো ২টি লাগেজ পাওয়া যায়। অন্যদিকে সৌদি এয়ারলাইন্সের SV 802 ফ্লাইটের জন্য নির্ধারিত ৫নং বেল্ট হতে পরিত্যক্ত অবস্থায় আরো ২টি লাগেজ পাওয়া যায়। সবগুলো লাগেজ স্ক্যান করে বিপুল পরিমাণ সিগারেটের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে কাস্টমস হলে রাত ৩ টার সময় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজগুলো খুলে মোট ৬৬০ কার্টনে ১ লক্ষ ৩২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করা হয়।

সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।

সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পণ্যের শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ৬০ লক্ষ ৫০ হাজার টাকা।

Bootstrap Image Preview