Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালুভর্তি কার্গোর সঙ্গে ধাক্কা, ‘আল্লাহ আল্লাহ’ ডেকে প্রাণে বাঁচল দুই শতাধিক যাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৩ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৩ PM

bdmorning Image Preview


চাঁদপুরের মেঘনার ত্রিনদীর মোহনায় এমভি আব-এ জম জম-১ লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি কার্গো ডুবে গেছে। রবিবার বিকেলে চাঁদপুর বড় স্টেশন পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া ত্রিনদীর মোহনায় প্রচণ্ড স্রোতের মুখে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বালুভর্তি কার্গোর পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। তবে অল্পের জন্য বেঁচে গেল লঞ্চের দুই শতাধিক যাত্রী।

সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রী মো. ইব্রাহিম বলেন, ত্রিনদীর মোহনায় প্রচণ্ড স্রোত ছিল। এ সময় আমাদের লঞ্চটি ঘুরতে গিয়ে কার্গোটিকে ধাক্কা দেয়। এতে কার্গোটি ডুবে যায়। আমাদের লঞ্চটিও ডুবে যেতে বসেছিল। এ সময় চারদিকে ছোটাছুটি শুরু করে যাত্রীরা। সবাই আল্লাহ আল্লাহ ডেকে প্রাণে বেঁচেছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় স্টেশন ত্রিনদীর মোহনা দিয়ে চরভৈরবী থেকে আসা এমভি আব-এ জম জম-১ যাত্রীবাহী লঞ্চটি মোহনার কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি কার্গোকে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে বালুভর্তি কার্গোটি ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা পাঁচজন শ্রমিক নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে আশপাশের নৌকা এসে তাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসে।

Bootstrap Image Preview