Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বসত ঘরসহ দেড় বছরের শিশু পুড়ে ছাই!

ভোলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬ PM

bdmorning Image Preview


ভোলার মনপুরায় আগুনে পুড়ে মাইমুনা (১.৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে বসতঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে রহুল আমিন মৌলভীর বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃত শিশুটি, উপজেলার জংলার খাল জামে মসজিদের ইমাম ও নূরানী মাদ্রাসার শিক্ষক মাও. মো. মিজানুর রহমানের মেয়ে।

জানা যায়, সকাল সাড়ে ৯ টায় মাওলানা মিজানুর রহমানের স্ত্রী রান্না ঘরে ভাত চুলার উপর দিয়ে পাশের জমিতে শাক তুলতে যায়। এই সময় রান্না ঘরের চুলা থেকে আগুন বসত ঘরে লেগে যায়। পরে ইমামের স্ত্রী ডাক-চিৎকার শুরু করলে এলাকাবাসী আসার পূর্বেই সম্পূর্ণ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এই সময় বসত ঘরে থাকা দেড় বছরের শিশু কন্যা মাইমুনা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী বলেন, শুনেছি রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞাঁ ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক।

উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞাঁ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুটির পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্থ পরিবারকে পরে ৩ বান টিন ও ৬ হাজার টাকা দেওয়া হবে।

আগুনে পুড়ে শিশুটি মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Bootstrap Image Preview