Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থীদের গরুর মাংসের বিরিয়ানি খাইয়ে আটক প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫২ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের গরুর মাংসের বিরিয়ানি খাওয়ানোর অভিযোগে বগুড়া সদরের পীরগাছা এএফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুর আড়াইটার দিকে বগুড়া সদর থানা পুলিশ প্রধান শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।

বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কুমার রায় জানান, শনিবার পীরগাছা এএফ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর এমপিকে সংবর্ধনা ও মা সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গরুর মাংস দিয়ে রান্না করা বিরিয়ানির প্যাকেট ছাত্রীদের জন্য এবং অভিভাবকদের জন্য নাস্তার প্যাকেট সরবরাহ করা হয়। শনিবার সন্ধ্যার পর এলাকায় জানাজানি হয় বিদ্যালয়ে অধ্যয়নরত সনাতন ধর্মাবলম্বী ৪২ জন ছাত্রীকেও গরুর মাংসের বিরিয়ানি দেয়া হয়। এ নিয়ে শনিবার রাত থেকে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন ৪২ জন ছাত্রীদের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি।

এ খবর ছড়িয়ে পড়লে রবিবার দুপুর থেকে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষক তার কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন।

খবর পেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার ওসি এসএম বদিউজ্জামান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রধান শিক্ষক উপস্থিতি কর্মকর্তাদের কাছে গরুর মাংসের বিরিয়ানি সরবরাহ করার কথা স্বীকার করেন। পরে জনগণের দাবির মুখে প্রধান শিক্ষক আব্দুল হান্নানকে পুলিশ আটক করলে পরিস্থিতি শান্ত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইকবাল হোসেন বলেন, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানাননি। ছাত্রী ও অভিভাবকদের জন্য ৮০০ প্যাকেট নাস্তার ব্যবস্থা রাখা হয়েছিল।

বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আশিষ কুমার রায় বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি এ দায় এড়াতে পারেন না। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রতিটি ক্লাস থেকে প্রধান শিক্ষক ১০০ টাকা থেকে ১৫০ টাকা করে চাঁদা তুলেছেন। সে বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি জানেন।

বগুড়া জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার দেব জানান, স্কুলের প্রতিটি অনুষ্ঠানে প্রধান শিক্ষক গরুর মাংস দিয়ে খাবার রান্না করতেন। এ বিষয়ে হিন্দু অভিভাবকরা তাকে বারণ করে মুরগির মাংস দিয়ে খাবার তৈরির জন্য বলেছেন, কিন্তু তিনি শোনেননি। তাই হিন্দু অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, হিন্দু ছাত্রীদের গরুর মাংসের বিরিয়ানী সরবরাহ করার অভিযোগ করেছে এলাকাবাসি। এ অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য প্রধান শিক্ষখকে থানায় নেয়া হয়েছে।

Bootstrap Image Preview