Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে বিসিক শিল্প নগরীর কাজের উদ্বোধন করলেন বিসিবি সভাপতি

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি :
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৪ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৬ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে বিসিক শিল্প নগরীর কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি মিরাজ।

অাজ রবিবার বিকেলে কালিকাপ্রসাদ এলাকায় অবস্থিত শিল্প নগরীর কাজের উদ্বোধন করা হয়।

জানা গেছে, ২০১১ সালে ভৈরবের ওই এলাকায় বিসিক কর্তৃপক্ষ ৪০ একর জমি অধিগ্রহণ করে। গত বছর থেকে এবছরের জুন মাস পর্যন্ত অধিগ্রহণকৃত জমির মালিক কৃষকদের জমির মূল্য ৪২ কোটি টাকা পরিশোধ করা হয়।এখন মাটি ভরাটের কাজ শুরু হবে।

উদ্বোধন শেষে আজ বিকেল সাড়ে ৫ টায় ভৈরবের কালিকাপ্রসাদ মিয়া বাড়ীর মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের অায়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় নাজমুল হাসান পাপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।সভায় সভাপতিত্ব করেন কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ। আজকের সভায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার মেহেদী মিরাজ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় নাজমুল হাসান পাপন আসন্ন নির্বাচনে ভৈরববাসীকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

Bootstrap Image Preview