Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানখালী কলেজ বাজার সড়কটি খানাখন্দ আর কাদাপানিতে সয়লাব

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৬ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৬ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী কলেজ বাজারের সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছে নিত্যদিন চলাচলকারী প্রায় কয়েক হাজার মানুষ। সড়কটিতে খানাখন্দ সৃস্টি হয়ে কাদাপানি জমে থাকায় দুটি ইউনিয়নের কয়েক হাজার মানুষসহ স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। জনগুরুত্বপূর্ণ সড়কটির এমন বেহাল দশায় ক্ষুদ্ধ সকল শ্রেনী পেশার মানুষ।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের সাথে ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম সড়কটির কলেজ বাজার অংশে খানাখন্দ সৃস্টি হয়ে গেছে। পায়ে চলাচলের জন্য সামন্য অংশ রাস্তা অবশিস্ট নেই। বর্ষায় এসব খানাখন্দে পানি জমে সৃস্টি করছে দুর্ভোগ। যাবাহন চলাচলের সময় কাদপানি ছিটকে নস্ট হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পোষাক, দোকানের মালামাল। স্থানীয়রা জানায়, যন্ত্র দানব ট্রলি এবং হামজায় ভাড়ী পন্য নিয়ে চলাচলের ফলে কলেজ বাজারের মোড়ের অংশের সড়কটি সম্পূর্ণ নস্ট হয়ে গেছে।

ধানখালী কলেজ বাজারের ব্যবসায়ী জুলহাস জানান, এ রাস্তায় চলাচল করতে গিয়ে কখনো কখনো কাদাপানিতে অটকে পড়ছে ট্রলি, হামজা। তখন সম্পূর্ণ চলাচল বন্ধ হয়ে যায়। অনেক মটরসাইকেল চালক দুর্ঘটনার শিকার হয়েছে। মনিংসান প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী জুই জানায়, বিদ্যালয় আসার পথে অনেক শিক্ষার্থী পা পিছলে পড়ে আহত হয়েছে। শিক্ষার্থী সুমন জানায়, রাস্তার এ সামন্য অংশটুকু হয়ে উঠেছে এখন দুর্ঘটনার ফাঁদ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কলাপাড়া উপজেলা প্রকেীশলী আবদুল মান্নান জানান, বর্ষার কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে সড়কের র্নিমাণ কাজ।

Bootstrap Image Preview