Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজাপুরের ইন্দ্রপাশায় ইউপি উপ-নির্বাচন ৩ নম্বেভর

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০২ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০২ PM

bdmorning Image Preview


ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড (ইন্দ্রপাশা) ইউপি সদস্য পদে উপ-নির্বাচন আগামী ৩ নম্বেভর অনুষ্ঠিত হবে।

উপ-নির্বাচনকে ঘিড়ে ইউপি সদস্য পদে তিন জন মো. শহিদুল ইসলাম সাইদুল (মোরগ), মোস্তাফিজুর রহমান মামুন (ফুটবল), মো. বাবুল হাওলাদার (আপেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রর্থীরা এখন সাধারণ ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা আর গণসংযোগের মধ্যদিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। ওই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭ শত ৭৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৭১ ও নারী ভোটার ৯০৬ জন।

তবে সৎ ও পাশে থেকে সাধারণ জনগণের কল্যানে যে কাজ করবে এমন প্রার্থীকেই ভোট দিবেন মো. সাইফুল ইসলামসহ একাধিক সাধারণ ভোটাররা জানিয়েছেন।

এদিকে শতভাগ ভোটে জয়লাভ'র প্রত্যশা ব্যক্ত করে প্রার্থী মোস্তাফিজুর রহমান মামুন বলেন, নির্বাচনে কোন আপত্তিকর ঘটনা না ঘটে তাহলে আমার জয়লাভ নিশ্চিত।

তবে ইতিমধ্যেই প্রতিপক্ষরা আমার এক কর্মীর বাড়ীতে প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানী করার অভিযোগ তোলেন। অপর প্রর্থী শহীদুল ইসলাম বলেন, জনগন আমার সাথে আছে। আশা করি জনগণ আমায় নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবে।

তবে সুষ্ঠ ও সচ্ছ ভোটগ্রহণ হলে আমি এ নির্বাচনে জয়লাভ করবো বলেন প্রার্থী বাবুল হাওলাদার।

রাজাপুর উপজেলা রির্টানিং কর্মকর্তা মো. আবু ইউসুফ জানান, আগামী ৩ অক্টোবর উপ-নিবার্চন অনুষ্ঠিত হবে। ২ তারিখ ভোটের সরঞ্জামাদি ভোটকেন্দ্রে হস্থান্তর করা হবে। নির্বাচনী এলাকায় ১ তারিখ রাত ১২টা থেকে সকল প্রকার প্রচার প্রচারণা বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ১৫ জুন ২০১৮ইং ৩নং ওয়ার্ডের তিন বারের নির্বাচিত সফল ইউপি সদস্য মোকছেদ আলী হাওলাদা'র মৃত্যু হলে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেন।

Bootstrap Image Preview