Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শুক্রবার, জুন ২০২৪ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার নিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৫ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৫ PM

bdmorning Image Preview


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, স্থাপত্যবিদসহ বিভিন্ন পেশার ব্যক্তিদেরকে কাজে নিয়োগ দিতে আহ্বান জানিয়েছেন।

২৮ সেপ্টেম্বর ৭৩তম জাতিসংঘের সাধারণ অধিবেশন (UNGA) চলাকালে সংযুক্ত অারব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মো. আনোয়ারের সাথে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এই আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ করতেও আরব আমিরাতকে উদ্বুদ্ধ করেন প্রতিমন্ত্রী।

আরব আমিরাত প্রতিমন্ত্রীকে বাংলাদেশের অর্থনৈতিক জোনে তাদের জন্যে জমির ব্যবস্থা করার আহ্বান জানালে তিনি তা প্রদানে আশ্বাস দেন।

শাহরিয়ার আলম এমপি বলেন, Bangladesh Investment Development Authority (BIDA) সংযুক্ত আরব আমিরাতকে ব্যবসায় ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করা হবে।

মন্ত্রী আরব আমিরাতকে বলেন, বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, স্থাপত্যবিদসহ বিভিন্ন ব্যক্তিদেরকে আপনাদের দেশে কাজে নিয়োগ করতে পারেন। তারা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।

তা ছাড়া নির্মাণ কাজেও শ্রমিক নেওয়ার জন্যে আহ্বান জানান তিনি।

Bootstrap Image Preview