Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৮ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৮ PM

bdmorning Image Preview


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শর্তে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সামাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।

আজ শনিবার সকালে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২২ শর্তে আগামীকাল রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে সামাবেশ করার অনুমতি দিয়েছে। সমাবেশ বিকেল ৫টায় শেষ করার কথা বলা হয়েছে।’

এর আগে বেলা ১১টার দিকে অনুমতি জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি এবং নেতাকর্মীদের ‘গায়েবি মামলায় গ্রেপ্তারের’ প্রতিবাদে বিএনপি এই সমাবেশের ডাক দেয়। প্রথমে ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এই সমাবেশ করার কথা ঘোষণা দিয়েছিল বিএনপি। পরে তা পিছিয়ে ২৯ সেপ্টেম্বর (শনিবার) নির্ধারণ করা হয়। কিন্তু এ দিন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল মহানগর নাট্যমঞ্চে সভা ডাকায় বিএনপিকে একদিন পিছিয়ে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয় ডিএমপির পক্ষ থেকে।

বারবার সমাবেশের তারিখ পেছানোর ব্যাপারে গতকাল শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘(ডিএমপি) বলেছে ২৭ তারিখেরটা ২৯ তারিখে দিতে, আমরা সেটাও করেছি। তো, আমরা এবার চাই যে উনারা (ডিএমপি), উনাদের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ২৯ তারিখে আমরা বলেছি। সেটা না হলে ৩০ তারিখ উনারা যদি দেন সেটা করতেও… আমাদের জনসভা করতে কোনো অসুবিধা নেই। আমরা সেটা সাফল্যমণ্ডিত করব।’

এই পরিপ্রেক্ষিতে আজ সকালে ডিএমপি কার্যালয়ে গিয়ে আগামীকাল রোববারের সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

পরে এ বিষয়ে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা আজ পুলিশ কমিশনারের সঙ্গে জনসভার অনুমতির বিষয়ে দেখা করি। তিনি আমাদের বেশ কিছু শর্ত দিয়ে আগামীকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দিয়েছেন। আমরা সভা করার জন্য এরই মাঝে সব প্রস্তুতি নিয়েছি।’

জনসভার অনুমতি মেলায় বিএনপি খুশি কিনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা অনেক দিন পর উন্মুক্ত স্থানে জনসভা করার সুযোগ পেয়েছি, এটা অবশ্যই খুশির বিষয়। দলের সব ধরনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।

Bootstrap Image Preview