Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশবরেণ্য অধিকাংশ ব্যক্তিই গ্রাম থেকে উঠে এসেছে: ডেপুটি স্পিকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৯ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৯ PM

bdmorning Image Preview


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ

'দেশবরেণ্য অধিকাংশ ব্যক্তিরাই গ্রাম থেকে উঠে এসেছে। বিগত দিনে গ্রামের এসব স্কুলের উন্নয়নে সরকার অনেক কাজ করেছে। আগামীতে আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে শিক্ষা খাতে আরো বেশী বেশী উন্নয়ন হবে।'

গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের চারতালা নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এক আলোচনা সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এসব কথা বলেন।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্বল কুমার ঘোষ, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা দুদু, শাহ মোঃ মোখলেছ প্রমুখ।

Bootstrap Image Preview