Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে মেসির গোল মিস হলেও নির্বাচনী মাঠে শেখ হাসিনার গোল মিস হয় নাঃ স্বাস্থ্যমন্ত্রী

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, (চকরিয়া-পেকুয়া) কক্সবাজা প্রতিনিধি 
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৪ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৪ PM

bdmorning Image Preview


স্বাস্থ্যমন্ত্রী ও অাওয়ামী লীগের ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত চক্রান্ত করে ও জাতীয় ঐক্যের নামে ষড়যন্ত্র শুরু করে নির্বাচন ভন্ডুল ও বানচাল করতে চায়। এমন কোন দুনিয়ার কোন শক্তি নেই নির্বাচন ভন্ডুল করতে পারে? নির্বাচনের মাঠে দেখা হবে। যেখানেই বাধা আসবে সেখানেই গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। ৭১’র পরাজিত ঘাতকদের জোটবেধে সঙ্গি হয়েছে অাবার বিএনপি। বিশ্বকাপ ফুটবলে মেসির গোল মিস হলেও কিন্তু জননেত্রী শেখ হাসিনার গোল মিস হয় না। চলমান অাওয়ামী লীগের রাজনীতিতে দেশে বর্তমান সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে। এর বাহিরে কোন বিকল্প নেই।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি কক্সবাজারের চকরিয়া সরকারি হাসপাতালের ৫০শয্যা থেকে ১০০ শয্যা উন্নীত করনের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করেন। ফলক উন্মোচনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মনোনিত চকরিয়া-পেকুয়ার সাংসদ হাজী মোহাম্মদ ইলিয়াছ।

এসময় তিনি মোহাম্মদ নাসিম এম. পি বলেন, ২০১৪সালে বিএনপি-জামায়াত রাস্তায় যে ভাবে জ্বালা পোড়াও করেছিল তা দেশের জনগণ এখনো ভুলেনি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে জঙ্গি দমন হয়েছে। এখন প্রতিটি গ্রাম-গঞ্জে কমিউনিটি ক্লিনিক করে সাধারণ মানুষের মাঝে সম্পূর্ণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ডিজিট্যাল রোড ম্যাফ অনুযায়ী প্রকল্পের আওতায় কক্সবাজারের চকরিয়া সরকারি হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১’শ শয্যায় উন্নীতকরণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধিনে ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাসপাতালের নতুন ভবন।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম আরও বলেন, চকরিয়ার প্রস্তাবিত মাতামুহুরী সাংগঠনিক থানায় ৩১ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করা হবে। উল্লেখ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনে চকরিয়ার ১শ শয্যা হাসপাতালের পর্যায়ক্রমে পাঁচটি ভবন ও নির্মাণ করা হবে। ১’শ শয্যায় উন্নীতকরণে ৪ম তলা নতুন হাসপাতাল ভবন, তত্তাবধায়কের বাসা, ৫ম তলা স্টাফ কোয়ার্টার, ৫ম তলা নার্স কোয়ার্টার ও ডক্টরস কোয়াটারসহ অন্যদিকে গাড়ির রাখার সুবিধার্থে গ্যারেজ ও চালক হাউজ নির্মিত করা হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার এমএ মোহী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার সদর আসনের সাংসদ সাইমন সরওয়ার কমল এমপি, কক্সবাজারের সিভিল সার্জন ডা: আবদুস সালাম,জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহভাজ, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এমআর চৌধুরী সহ প্রমুখ।

Bootstrap Image Preview