Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘সমাবেশের নামে নাশকতা হলে সরকার মেনে নেবে না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৫ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৫ PM

bdmorning Image Preview


সমাবেশের নামে যদি কেউ সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ড করে, তাহলে তা কোন ক্রমেই সহ্য করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাক্ষাতের সময় সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে সবারই কথা বলার অধিকার আছে, তাই বলে সমাবেশের নামে কেউ যদি নাশকতা করে সেটা জনগণ যেমন মেনে নিবে না সরকারও মেনে নিবে না। সমাবেশের নামে যেন নাশকতা না হয় সেটা সরকার ও আইন-শৃংঙ্খলা বাহিনী দেখবে।

নৌ পরিবহন মন্ত্রী বলেন, সরকারও জনগণের নিরাপত্তার স্বার্থে এধরণের সমাবেশ মেনে নিবে না। এজন্য সরকারের আইন-শৃংঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

মন্ত্রী আরো বলেন, কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে প্রতি বছরই নাব্যতা সংকট সৃষ্টি হয়। পানি কমতে থাকায় নদীতে পলি বেশী পরে , এই কারণে আমাদের নৌ-চলাচল বিঘ্ন হয়। আমরা এজন্য একটি স্থায়ী সমাধানের চেষ্টা করছি। তাই গতকাল আমরা একটি সভা করেছি। সেখানে আমরা নদী পরিদর্শন করেছি। আমরা নতুন একটি চ্যানেল করবো সেখানে দেড় কি:মি: দূরত্ব বেড়ে যাবে। তবে বেড়ে গেলেও এই চ্যানেলটি স্থায়ী হবে আসা করি। তাছাড়া মানুষের দুর্ভোগ কমবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো.ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

Bootstrap Image Preview