Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষায় মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৪ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৪ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যায় প্রতিনিধিঃ

‘গঙ্গার গ্রাস থেকে শিলাইদহের কুঠিবাড়ি রক্ষা করো’ এ স্লোগানে শিলাইদহ কুঠিবাড়ি রক্ষা বাঁধ ও কুমারখালির কালোয়া গ্রামের খাঁপাড়া ভাঙন এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় রিভারাইন পিপল'র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খাঁপাড়া ভাঙন এলাকায় মানববন্ধনের পর স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যে তাদেরকে সাথে নিয়ে এক সংক্ষিপ্ত পথসভা করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় রিভারাইন পিপল’র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, সংগঠনের আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ রবিউল হোসেন, সদস্য সচিব ও পরিসংখ্যান বিভাগের সভাপতি মোঃ আলতাফ হোসেন রাসেল, পরিবেশ বিজ্ঞান ও ভূগোলবিদ্যা বিভাগের লেকচারার ইফাত আরা চৈতি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার মোঃ ওবাইদুল হক, ইবি চলচ্চিত্র সংসদের সভাপতি গৌতম শুভ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

এ সময় উপস্থিত বত্তারা বলেন, নদী থেকে বালু উত্তোলন করা যাবে, কিন্তু সেটা নির্বিচারে না। নদী থেকে যদি বালু উত্তোলন করা হয়, তবে সেখানে নদী ভাঙন দেখা দেয়। যার ফলে সৃষ্টি হয় নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সমস্যা। শত শত বছরের পুরোনো বিশ্ব ঐতিহ্য বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আজ সর্বনাশী পদ্মার হুমকির মুখে। যেকোন মূল্যে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার এই ঐতিহ্যবাহী স্থাপনা আমাদের রক্ষা করতেই হবে।

বক্তারা বলেন, আমরা স্থানীয় মাঠপর্যায়ের কর্তৃপক্ষ ও সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে-যেভাবে ব্যবস্থাপনা হওয়া দরকার, সেটা যেন সেইভাবেই হয়। কোন অসৎ উদ্দেশ্যে সেটি আমাদের মূল লক্ষ্যকে যেন বাধাগ্রস্থ করতে না পারে। আমাদের প্রত্যাশা, পদ্মা পাড়ের ক্ষতিগ্রস্থ মানুষকে সুখে রাখতে যা যা করনীয় সরকার স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে তাই করবে।

এ সময় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরন।

Bootstrap Image Preview