Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় উন্নয়ন মেলা আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা

আবুল হাসেম,মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৯ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৯ PM

bdmorning Image Preview


মাটিরাঙ্গা উপজেলায় উন্নয়ন মেলা ২০১৮ আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলাস্থ মিলনায়তনে এ মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ডকে তৃণমূলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে এই মেলা অনুষ্ঠিত হবে। এতে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসসমূহ তাদের নিজ নিজ দফতরের মাধ্যমে বর্তমান সরকারের নেয়া উন্নয়নমূলক সেবা ও পরিসেবার চিত্র তুলে ধরা হবে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের'র সভাপতিত্বে উন্নয়ন মেলার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আলী, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: আনোয়ারুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো:জাকির হোসেন পিপিএম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরা প্রমুখ।

আগামী ৪ থেকে ৬ অক্টোবর ২০১৮ অনুষ্ঠিতব্য উন্নয়ন মেলা মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়স্থ মাঠে অনুষ্ঠিত হবে। মেলায় উপজেলার মোট ৫৭টি স্টল স্থাপিত হবে বলেও তিনি জানান। এছাড়াও উন্নয়ন মেলাকে আরও আকর্ষনীয় করে তুলতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতাসহ প্রতিদিন বিকেলে আলোচনা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

Bootstrap Image Preview