Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে ইভটিজিং'র দায়ে কলেজছাত্রের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৯ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে ইভটিজিং এর দায়ে মো. রুবেল নাম কলেজছাত্রকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র কুমার নাথ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রধান করেন।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত রুবেল দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকফা ৪নং ওয়ার্ডের মৃত সামছুদ্দিন আহমের ছেলে।

সূত্র জানায়, রুবেল প্রায় সময়ই জয়নাল আবেদিন ল্যাভড মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার আসার পথে উক্ত্যাক্ত করত। দৌলতখান থানার এসআই ফরিদ ঘটনাস্থলে গিয়ে তাকে হাতে নাতে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়েতাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেয়।

Bootstrap Image Preview