Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২০ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২০ PM

bdmorning Image Preview


'পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সমুদ্র সৈকত পরিস্কারকরণ কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর পর্যটন নগরি কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ পর্যটন করপোরেশন, কুয়াকাটা টুরিস্ট পুলিশ, কুয়াকাটা আবাসিক হোটেল মোটেল মালিক সমিতি ও কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে সৈকতে গিয়ে শেষ হয়। আমাদের সৈকত, আমাদের সম্পদ এমন শ্লোগানকে সামনে রেখে র‌্যালিতে অংশগ্রহণকারীসহ পর্যটরা সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা পরিস্কার কার্যক্রমে অংশ গ্রহণ করে।

পরে পর্যটন হলিডে হোমসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের পুলিশ সুপার রেজাউল করিম, কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম আবু সুফিয়ান, কুয়াকাটা পর্যটন হলিডে হোমসের ব্যস্থাপক সুভাষ চন্দ্র নন্দী, কুয়াকাটা আবাসিক হোটেল মোটেল মালিক সমিতি, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনরসহ পর্যটন সংশ্লিস্ট ব্যবসায়ী ও নানা শ্রেণির পেশার মানুষ।

Bootstrap Image Preview