Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উৎকোচের বিনিময়ে পানি সরবরাহ, হটলাইনে কল পেয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ওয়াসার পানির পাম্প পরিচালনায় বাইরের মানুষ যুক্ত থাকায় এবং উৎকোচের বিনিময়ে পানি সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ির ওয়াসার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার(২৬ সেপ্টম্বর) দুদকের হটলাইন ১০৬ নম্বরে সংক্রান্ত অভিযোগ পেয়ে দুদকের সহকারী পরিচালক নাজমুচ্ছায়াদাত এর নেতৃত্বে পুলিশসহ সদস্যের টিম অভিযান পরিচালনা করে

সরেজমিন পরিদর্শনে দুদক টিম দেখে, পাম্প অপারেটরগণ ওয়াসা কর্তৃক নিযুক্ত হওয়ার বিধান থাকা সত্ত্বেও বহিরাগত লোকজন পাম্প পরিচালনা করছে এবং উৎকোচের বিনিময়ে পানি সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে

এছাড়াও ভোক্তাদের নিকট হতে অভিযোগ পাওয়া যায় যে, মিটাররিডারগণ ব্যবসায়ী, শিল্পকারখানার মালিক এবং অবৈধ সম্পদের অধিকারীদের নিকট হতে অনৈতিক অর্থ গ্রহণ করে পানির বিল কম প্রদর্শন করছেফলে সরকার খাতে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে অনিয়ম বন্ধে উক্ত দপ্তরের সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং রাজস্ব কর্মকর্তাকে কঠোরভাবে সতর্ক করে দুদক টিম

অভিযান পরিচালনা প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট টিমের সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘ওয়াসা জনগণের ট্যাক্সের টাকায় চলেএখানে দুর্নীতি বন্ধে ওয়াসা কর্তৃপক্ষ প্রশাসনিক ব্যবস্থা না নিলে দুদক কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।’

Bootstrap Image Preview