Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৩ AM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৩ AM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরের সিটি গেইট এলাকা থেকে ফেনসিডিল, অস্ত্র ও গুলিসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

তিনি বলেন, ফেনী থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে সিটি গেইট এলাকায় থামানোর সংকেত দিলে কারটি না থামিয়ে র‌্যাব সদস্যদের ওপর গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ধাওয়া দিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়। কারে তল্লাশি চালিয়ে ৪৯৬ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়কালে গুলিবিদ্ধ হওয়া দুই মাদক ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তী করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

গুলিবিদ্ধ দুইজন হলেন- কোতোয়ালী এলাকার আবুল কাসেমের ছেলে মো. হানিফ (২৪) ও ফেনীর ফতেপুর এলাকার খালেদ সোবহানের ছেলে মো. ইসহাক (২৮)। তবে অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

Bootstrap Image Preview