Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগুন আতঙ্কে হাসপাতালের বেড ফাকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৫ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৫ PM

bdmorning Image Preview


ঝালকাঠি প্রতিনিধি:

আগুন আতঙ্কে ঝালকাঠি সদর হাসপাতালের সেবা নিতে আসা লেবার ওয়ার্ডের রোগীরা তাদের বেড ছেড়ে এখন হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।

এর কারণ হিসেবে একাদিক রোগীরা জানায়, বিকেল ৪টা থেকে লেবার ওয়র্ডের ৯নং বেডের কাছে বৈদ্যুতিক সর্ট-সার্কিট হয়। এতে হাসপাতালে সেবা নিতে আসা ওই রোগীরা আগুন আতঙ্কে বেড ছেড়ে বারান্ধায় অবস্থান নেয়।

সূত্র জানায়, শেষ বিকেল থেকে সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের ৯নং বেডের পাশে বৈদ্যুতিক সর্ট-সার্কিট হয়ে সুইচ বোর্ডে কিছুক্ষণ পরপর আগুন জ্বলে আর আওয়াজ হতে থাকে। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে সাধারণ ও গুরুতর অবস্থায় চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতালের বাইরে বারান্দায় শুয়ে-বসে অবস্থান করছে এবং ওই ওয়ার্ডের বেডগুল ফাকা রয়েছে।

গুরতর অসুস্থ এ রোগী জানায়, শেষ বিকেল থেকেই এ অবস্থা চলছে। কর্তৃপক্ষ জানানো হলেও এখন পযর্ন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি।

এ ব্যপারে সদর হাসপাতালের আরএমও জানায়, কর্তৃপক্ষকে জানানে হয়েছে। কিন্তু এখন পযর্ন্ত ইলেকট্রেশিয়ান আসেনি আসলেই ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview