Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গড়াই নদীর ভাঙ্গন রোধে ৩০৮ কোটি টাকার প্রকল্প গ্রহন

শামীম খান, মাগুরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৭ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৭ PM

bdmorning Image Preview


মাগুরা শ্রীপুর উপজেলার গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অবসরপ্রাপ্ত) নজরুল ইসলাম জানিয়েছেন, গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে ৩০৮ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা সব ধররেন ঝুঁকি থেকে মুক্ত হবে।

মন্ত্রী আজ বুধবার বিকালে মাগুরার শ্রীপুর উপজেলার চর চৌগাছি এলাকায় গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে এ কথা জানান।

স্থানীয় প্রাক্তন শিক্ষাবিদ কামালউদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এটিএম আব্দুল ওয়াহ্হাব এমপি, জেলা প্রশাসক আতিকুর রহমান, প্রধামন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফ্জ্জুামান শিখর,জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, শ্রীপুরের নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সব্দালপুর ইউপি চেয়ারম্যান নুরোল হোসেন মোল্যা, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন প্রমুখ।

ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী চর চৌগাছি গড়াই নদীর ঘাটে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, ‘অশুভ শক্তির কোন ঐক্যই কোনদিন সত্যের কাছে টেকেনি। বর্তমান সরকারের বিরুদ্ধে কিছু দূর্নিতিবাজ ও লুটেরা মিলে যে অশুভ ঐক্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে তা বাস্তবতার মুখ দেখবে না। জনগণ আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় এনে সব ধরনের ষড়যন্ত্রের জবাব দেবে।’

Bootstrap Image Preview