Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে এতিহ্যবাহী কারাম উৎসব পালিত

গোদাগাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৯ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৯ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসীদের স্বতন্ত্র ভাষা, এতিহ্য ও সংস্কৃতি আদিবাসী জাতির আত্নপরিচয় ১৯ তম এতিহ্যবাহী কারাম উৎসব পালন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার গোগ্রাম ইউনিয়নের গুণিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।

দিঘরীরাজা পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -১ আসনের সাংসদ ও আদিবাসীদের প্রাণপ্রিয় নেতা ওমর ফারুক চৌধুরী।

প্রধান অতিথি ওমর ফারুক অনুষ্টানস্থলে পৌছলে তারা তাদের এতিহ্যবাহী গান পরিবেশনের মধ্যদিয়ে অতিথিকে বরণ করে নেন। পরে পূজার্চন, আলোচনা, সূংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ দিঘরীরাজা পরিষদের নবীব বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথি বলেন, আপনাদের জন্য শেখ হাসিনা অনেক কিছু করেছেন। সামনে নির্বাচনে শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে জয়ী করলে আপনাদেরও জয় হবে।

উৎসবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুবাস চন্দ্র হেমরম, মাটিকাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল, গোদাগাড়ী সরকারী কলেজের অধ্যাপক এবিএম কামারুজ্জামান বকুল, আওয়াল রাজু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন, উপজাতি কালচারার একাডেমির গবেষণা কর্মকর্তা বেঞ্জামিন হেমরমসহ বিভিন্নসুধিজন।

সন্ধ্যার পরে তারা তাদের আসল সংস্কৃতি গান বাজনার তালে তালে পরিবেশন করেন।

Bootstrap Image Preview