Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে মুক্তিযোদ্ধার জানাযায় মানুষের ঢল

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫১ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৯ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ (৬৬) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টার সময় ভানোর ইউনিয়নের চড়তা বিশ্রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান ও বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল রাষ্ট্রীয় সম্মান প্রদান শেষে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধার নামাজে জানাযায় মানুষের ঢল নামে।

বুধবার সকাল ১০.১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। তিনি বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ছিলেন। তাঁর পিতার নাম মৃত জমির উদ্দীন ডিলার।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ০৪ পুত্র ও ০২ কন্যা সন্তানসহ অসংখ্যা গুনাগ্রহী রেখে গেছেন। তার এক ছেলে গোলাম রব্বানী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছে। অপর দুই ছেলে বালিয়াডাঙ্গী উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আরেক ছেলে বাংলাদেশ পুলিশে কর্মরত। সকল ছেলেরা তাঁর পিতার আত্মার মাগফেরাত কামনা সবার নিকট দো'আ চেয়েছেন।

মুক্তিযোদ্ধার নামাজে জানাযায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: সফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সামশুল হক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমান, সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান, বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি সাংবাদিক আল মামুন জীবনসহ রাজনৈতিক, ব্যবসায়ী, সমাজসেবক, সরকারি-বেসরকারী চাকুরী জীবিসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।

Bootstrap Image Preview