Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় ঐক্যের বৈঠক থেকে তারেক জিয়ার কাছে তথ্য পাচার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৩ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৪ AM

bdmorning Image Preview


বৃহত্তর জাতীয় ঐক্যের চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠক চলাকালে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারেক রহমানের কাছে তথ্য পাচারের অভিযোগে বৈঠকটি স্থগিত করা হইয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে নবগঠিত যুক্তফ্রন্ট চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠকটি চলছিল।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠক চলাকালীন সময় খবর আসে লন্ডনে তারেক রহমানের কাছে সরাসরি বৈঠকের আপডেট যাচ্ছে। এমন অভিযোগ নিয়ে হৈচৈ শুরু হলে বি.চৌধুরী বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সকলকে তাদের মোবাইল ফোন বন্ধ করে সরিয়ে রাখতে বলেন। অন্য সকলে মোবাইল ফোন সড়িয়ে রাখলেও বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু তার মোবাইলটি সরিয়ে রাখেননি। সন্দেহ হলে অন্যরা তার মোবাইল পরীক্ষা করে দেখেন তিনি তারেক জিয়ার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি যুক্ত। এ সময় বি.চৌধুরী বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ঘটনা জানাজানি হওয়ার পর বৈঠক স্থগিত করার প্রস্তাব দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রধান আ স ম আবদুর রব। ফলে বৈঠক শেষ হয়ে যায়।

বৈঠকের সময় সাবেক এই রাষ্ট্রপতির বাসায় উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, উপস্থিত নেতাদের মধ্যে একজনের ফোন বৈঠককালীন সময়ে লন্ডনের একটি নম্বরে যুক্ত ছিল এমন তথ্য পরিবারের একজন মাহি বি. চৌধুরীকে জানিয়ে দেন। এরপর তিনি বি. চৌধুরীকে বিষয়টি অবহিত করেন। পরে বৈঠক কক্ষে ঢুকে মাহি বি. চৌধুরী লন্ডনের একটি ফোনে কারও ফোন যুক্ত থাকার তথ্য জানালে বি. চৌধুরী সব ফোন বন্ধ করে বাইরে রেখে দেওয়ার জন্য নেতাদের অনুরোধ করেন।

বিষয়টি নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বলেন, ‘এটা তো আলাপের বিষয় না। আজকে স্টিয়ারিং কমিটি হওয়ার কথা ছিল। কিন্তু বি.চৌধুরী চাইছেন বিএনপির দাবিগুলো কী আসে, সেটা দেখার পর এ বিষয়ে আলাপ হবে।

বারিধারায় বি চৌধুরীর বাসায় অনুষ্ঠিত বৈঠকে জেএসডির সভাপতি আ স ম রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আবম মোস্তফা আমীনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতিনিধি হিসেবে পর্যবেক্ষক হিসেবে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু।

সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর সমাবেশের মধ্য দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে, বিএনপি আশা করে এ প্রক্রিয়া এগিয়ে যাবে।

Bootstrap Image Preview