Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১১ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১১ AM

bdmorning Image Preview


পদ্মায় হঠাৎ অস্বাভাবিকভাবে পানি কমে যাওয়ায় নাব্যতা সংকটের কারণে গতকাল সন্ধ্যা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। আজ বুধবার সকালেও স্বাভাবিক হয়নি ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পদ্মায় পানি দ্রুত কমতে থাকায় লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিয়েছে। নৌপথের বিভিন্ন স্থানে ডুবোচর দেখা দিয়েছে। ফলে ফেরি আটকে যাচ্ছে নৌপথের বিভিন্ন স্থানে। নাব্যতা নিরসনে খননকাজ চললেও গত দুই দিনে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।

বিআইডাব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাট সূত্রে জানা গেছে, সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকে কোনো ফেরি ছেড়ে যায়নি। তবে শিমুলিয়া ঘাটে একটি মধ্যম সারির ফেরিতে পরিবহন তোলা হচ্ছে বলে জানা গেছে।

সূত্র আরো জানান, নাব্যতা সংকটের কারণে গত তিন দিন ধরে দিনের বেলায় মাত্র চার-পাঁচটি রো রো ও মধ্যম সারির ফেরি চলাচল করেছে। এসব ফেরি আবার ধারণ ক্ষমতার কম পরিবহন নিয়ে পারাপার করছে। এরপরও চ্যানেল মুখের ডুবোচরের সঙ্গে ঠেকে যাচ্ছে ফেরির তলদেশ। নাব্যতা নিরসনে বেশ কয়েকটি ড্রেজার খননকাজ চালালেও পানি দ্রুত কমতে থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

বিআইডাব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, পদ্মায় দ্রুত পানি কমতে থাকায় নৌরুটে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। দিনের বেলা হালকা যানবাহন নিয়ে কয়েকটি ফেরি চলাচল করলেও রাতের বেলা ফেরিগুলো আর চালানো সম্ভব হচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে বেলা বাড়লে চার-পাঁচটি ছোট ফেরি চলাচল শুরু করতে পারে বলে জানান তিনি।

Bootstrap Image Preview