Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌম্য নাকি মমিনুল ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০২ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৯ AM

bdmorning Image Preview


অলিখিতভাবে সেমিফাইনালে রূপ পাওয়া বুধবারের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে সেটা এক রকম নিশ্চিতই বলা চলে। তামিমের পরিবর্তে ওপেনিংয়ে সুযোগ দেয়া তরুণ খেলোয়াড় নাজমুল হোসেন শান্তকে আজ একােদশের বাইরে থাকতে হতে পারে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ইনজুরি পরে এশিয়া কাপ থেকে ছিটকে যায় তামিম ইকবাল। তার জায়গায় ওপেনিংয়ে সুযোগ দেয়া হয় শান্তকে। টানা তিন ম্যাচে খেলে ফেললেও কোনো ম্যাচের দুই সংখ্যার ঘরে রান তুলতে পারেননি।

এদিকে শান্তর অপর সঙ্গী লিটন দাস টানা চার ম্যাচ খেলেছেন। প্রথম তিন ম্যাচে ০, ৬, ৭ রানের ইনিংস খেললেও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ৪১ রানের ইনিংস। তাই আজ তারা একাদশে খেলাটা নিশ্চিত। কিন্তু তার সঙ্গী শান্ত যদি একাদশ থেকে বাদ পড়েন তাহলে কে আসছেন তার জায়গায় সেটা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়।

শান্তর জায়গায় আজ সৌম্য অথবা মমিনুল ইক সৌরভের মধ্যে এক জনকে দেখা যেতে পারে। তবে সৌম্যে একাদশে খেললেও ওপেনার হিসেবে নয় লেয়ার অর্ডারে বোলিং অল রাউন্ডার হিসেবে সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে লিটনের সঙ্গে ওপেন করবেন ইমরুল কায়েস।

অন্যদিকে মিডল অর্ডারে মমিনুল খেলানোর চিন্তা ভাবনাও রয়েছে। তবে আজকের ম্যাচে মমিনুলের চেয়ে সৌম্যর খেলার সম্ভাবনা বেশি। কারণ ক্যারিয়ার সর্বোচ্চ ১২৭ রানের ইনিংসটি এই পাকিস্কানের বিপক্ষেই খেলছিলেন সৌম্য। পাকিস্তান ম্যাচের আগে অনুশীলনে দেখা যায় সৌম্য সরকারকে নিয়ে আলাদা করে ব্যস্ত ছিলেন কোচরা।

আজ যদি সত্যিই একাদশে জায়গা পান সৌম্য তাহলে প্রায় এক বছর পর জতীয় দলে প্রর্ত্যাবর্তন হবে তার। সবশেষ গেল বছরের অক্টোবরে ওয়ানডেতে শেষ সুযোগ পেয়েছিলেন।

Bootstrap Image Preview