Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুন্সীগঞ্জে র‍্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৭ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৭ AM

bdmorning Image Preview


মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের নগরকসবা কাঠবাগানে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল মালেক (৪৫) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মালেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

বুধবার ভোর পৌনে ৪টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক (৪৫) মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার শওকত আলী ব্যাপারীর ছেলে।

র‌্যাবের দাবি, মালেক শীর্ষ মাদক ব্যবসায়ী। নিহত মালেক মুন্সীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ ইসলামপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

র‌্যাব ১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এএসপি মহিতুল ইসলাম জানান, নিহত মালেক একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

র‌্যাবে এই কর্মকর্তা আরও জানান, নগরকসবা কাঠবাগানে মাদক বেচাকেনার খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন।'

এ ঘটনায় দুজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা

Bootstrap Image Preview