Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১ AM

bdmorning Image Preview


শান্তি আমার অধিকার এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে র‌্যালি ও বৃক্ষরোপনসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শান্তির বৃক্ষ জলপাই গাছ রোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। পরপরই শান্তির প্রতিক পায়রা উড়িয়ে র‌্যালিসহ অন্যান্য অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ।

উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি শেষে নকিপুর সরকারী এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, পিস কনসোটিয়ামের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু, অধ্যক্ষ আবুল কালাম সামছুদ্দিন, ভূরুলিয়া নাগবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, কলেজ ছাত্রী মুশফিকা জাহান, অগ্রগতি সংস্থার কর্মকর্তা আলম, রুপান্তর কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পরিবার থেকে শুরু করতে হবে। সকলকে সন্তানের দিকে লক্ষ্য রাখতে হবে। সমাজের সকল স্তরের মানুষের উগ্রপন্থার বিপক্ষে ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও শিক্ষার্থীদের উন্নয়নমুখী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলেন।

Bootstrap Image Preview