Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে গোপন বৈঠক থেকে ১৭ জামায়াত নেতা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৫ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৯ PM

bdmorning Image Preview


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে জামায়াতের গোপন বৈঠক চলাকালে জিহাদি বইসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ ১৭ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার দেওকলস ইউনিয়নের গন্ধারকাপন গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

আটক জামায়াত নেতারা হলেন- সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী জেনারেল ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ুম, সিনিয়র নায়েবে আমীর ইমাদ উদ্দিন মাস্টার, নায়েবে আমীর এইচএম আখতার ফারুক, সেক্রেটারী মতিউর রহমান, সহকারী সেক্রেটারী আবদুল মুকসিত আখতার, উপজেলা জামায়াত নেতা মাওলানা আনোয়ার হোসেন, জাহেদুর রহমান, এখলাছুর রহমান, হাজী আব্দুন নুর, বাবুল মিয়া, তালেব আহমদ গোলাপ, আবদুল মালিক, রজব আলী, কামাল আহমদ, আবদুশ শহিদ ও নুরুল ইসলাম।

সূত্র জানায়, রবিবার বিকেলে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ এই নেতারা উপজেলা জামায়াতের নায়েবে আমির ইমাদ উদ্দিন মাস্টারের গন্ধারকাপন গ্রামের বাড়ির একটি কক্ষে গোপন বৈঠক করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে থানার ওসি শামসুদ্দোহা পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।

আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, তারা সরকার উৎখাতের জন্যে ষড়যন্ত্রের অংশ হিসেবে গোপন বৈঠক করছিল। অভিযান চালিয়ে জেহাদী বইসহ বৈঠক থেকেই তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দেবে পুলিশ।

Bootstrap Image Preview