Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিন কোটি টাকার ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন মডেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ এক র‍্যাম্প মডেল ও তার দুই সহযোগীকে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা কক্সবাজার থেকে নম্বরবিহীন একটি প্রাইভেটকারযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারটি জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানায় র‍্যাব।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার শান্তিরহাট মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- র‍্যাম্প মডেল সুমাইয়া আকতার (১৯), আর্টিস্ট অর্পন দাস (৩০) ও প্রাইভেটকার চালক মো. শরীফ (৩২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া ) ও সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বড় ধরনের ইয়াবা চালান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ঢাকায় পাচার করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি দল ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ এ তিনজনকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আরো বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview