Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাতারি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে অর্থনৈতিক জোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:২২ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:২২ AM

bdmorning Image Preview


হাসান বখস, কাতার প্রতিনিধিঃ

কাতারি বিনিয়োগকারীদের জন্য সরকার বিশেষ অর্থনৈতিক জোন করতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশে বিনিয়োগের জন্য কাতারের ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান তিনি

রবিবার (২৩ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় রিজ কার্লটন হোটেলে বাংলাদেশ ফোরাম কাতার কাতার ফিন্যান্সিয়াল সেন্টার আয়োজিত বাংলাদেশে সরাসরি বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেনকাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে বাংলাদেশ সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ নিয়েছে এর মধ্যে চালু হয়েছে ৮টি অঞ্চল

কাতারের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ সরকার এক বা একাধিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল জোন করতেও প্রস্তুত বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিনি বলেন, বাংলাদেশে পুঁজিবাজার, ওষুধ, জ্বালানি, টেলিযোগাযোগ, জাহাজ নির্মাণ, মানবসম্পদ উন্নয়ন, পানি, নৌখাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে কাতারের ব্যবসায়ীরা সুযোগ নিতে পারেন

সেমিনারে কাতার বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান শেখ আবদুল আজিজ আল থানি, বিডা চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন

Bootstrap Image Preview