Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামী দুই বছরের মধ্যে সড়কে শৃঙ্খলা ফেরাতে পারবোঃ সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৯ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, সড়কের বিশৃঙ্খলা দূর করতে প্রধানমন্ত্রী যে কমিটি করে দিয়েছেন, সে কমিটি সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে আগামী দুই বছরের মধ্যে আরমা সড়কে শৃঙ্খলা ফেরাতে পারবো।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবসউপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

এসময় সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের ব্যাপারে প্রতিশ্রুতি তিনি আরও বলেন, আগামী সমন্বয় সভায় সড়ক পরিবহন আইনের ধারার আলোকে ঢাকা শহরের ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের জন্য অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করব।

মেয়র জানান, একটা পরিবারের তিন জন সদস্য অথচ তার পাঁচটা গাড়ি, এটা নিয়ন্ত্রণ করা যায় কিনা সে বিষয়ে কাজ করব। সমাধানের যাত্রা সংকটের মধ্যেই হয়। এটার সমাধান করতে হবে।

এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলেছেন, হাঁটার মাধ্যমে জ্বালানি অপচয় রোধ করা যায় ও স্বাস্থ্য ভালো রাখা যায়। এ জন্য আমাদের ব্যক্তিগত গাড়ি ছাড়া উচিৎ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রকিবুল রহমান।

Bootstrap Image Preview