Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৬ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৬ AM

bdmorning Image Preview


'গরীব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়' এই প্রতিপাদ্যে সামনে রেখে চুয়াডাঙ্গায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় জীবননগর উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা লিগ্যাল এইড কমিটি ও উপজেলা পরিষদের সহযোগিতায় জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ লতিফ অমলের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, জেলা লিগ্যাল এইড অফিসার সাজেদুর রহমান, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ গনি, জেলা আইনজীবি সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.স.ম.আঃ রউফসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সুধী ও সাংবাদিকগণ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী নুঝাত পারভিন।

Bootstrap Image Preview