Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক সাজেদা পারভিন

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৬ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৬ AM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা পারভিন ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা পদক ২০১৮ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের জন্য গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষকদের মধ্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা চেয়াম্যান আব্দুল জলিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের নেতৃত্বে গঠিত বাছাই কমিটি ১৬ সেপ্টেম্বর শনিবার সাজেদা পারভিনকে শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে নির্বাচিত করেন।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন ২০১৮ বাছাই কমিটির সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রমজান আলী প্রমুখ।

সাজেদা পারভিন ২০১০ সালে চরবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০১৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ওই স্কুলে দায়িত্ব পালন করেন। ওইখান থেকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি মমতাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০১৮ সালে গাড়ারণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।  

গতকাল বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) গাজীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন বাছাই অনুষ্ঠিত হয়। এতে তিনি অংশ গ্রহণ করেন।  

উল্লেখ্য, সাজেদা পারভিন ইডেন মহিলা কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে প্রথম বিভাগে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পাশাপাশি তিনি সিইনএড, বিএড, এমএড ডিগ্রী অর্জন করেন। তিনি সকলের দোয়া প্রার্থী। 

Bootstrap Image Preview