Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কৌশল বাস্তবায়নে শ্যামনগর জলবায়ু পরিষদের সভা

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৪ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৫ AM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রগতির কার্যালয়ে সি.এস.আর.এলের সহায়তায় জলবায়ু পরিষদের আয়োজনে পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকালে শ্যামনগর জলবায়ু পরিষদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও জলবাযু পরিষদের সদস্য সচিব সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা সভাপতি শেখ হারুনর রশিদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সাংবাদিক রনজিৎ বর্মন, ডাঃ আলী আশরাফ, রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় জলবায়ু পরিষদের কার্যক্রম, কৌশল বাস্তবায়ন, স্বেচ্ছাসেবক কর্মশালা, রিপোর্ট লিখন, তথ্য সংগ্রহসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জলবায়ু পরিষদের বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নে কয়েকটি কমিটি গঠন করা হয় এবং আগামী ২৪ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের তালিকা তৈরীসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Bootstrap Image Preview